photo-Swastika Mukherjee

রাবরই সোজাসাপ্টা কথাতে অভ্যস্ত স্বস্তিকা মুখোপাধ্যায়। তার মত অনুযায়ী, কিছু প্রকাশ করা হলে, তা মন খুলে করাই ভালো। সেতু বেশি সাহসী হয়ে ক্লিভেজ প্রদর্শন হোক, বা কোন বিষয় নিয়ে নিজের মতামত জানান। সবি হওয়া উচিত দ্বিধাহীন। এমনটাই বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

সোশ্যাল সাইটে তার সাম্প্রতিক পোষ্ট অন্তত তাই বলছে। ধুসর রঙের একটি গ্রাউন পরা স্বস্তিকাকে দেখাচ্ছে তো খুব সুন্দর কিন্তু বেশ সাহসী ভঙ্গিতে। হাতে ড্রিঙ্কস নিয়ে। তার স্পষ্ট বক্ষ বিভাজিকা।

আর পোস্টটি ছবির নিচে ক্যাপশনে লেখা আছে,'যদি তোমার থাকে, তবে দেখাও, সোজা ব্যাপার'। যদিও ঠিক কি দেখানোর কথা বলেছেন, তা স্পষ্ট করেননি তিনি।

কিছুদিন আগে ক্লিভেজ প্রদর্শন নিয়ে খোলাখুলি এক আনন্দবাজার ডিজিটাল এর সঙ্গে কথা বলেছিলেন শ্রীলেখা মিত্র। তিনি বলেছিলেন,'ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! এই নিয়ে ট্রল করারই বা যুক্তি কি?

ঠিক সেই পথে হেঁটে এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিলেন, ক্লিভেজ প্রদর্শন কোন বড় ব্যাপার নয়।
দেখা গেল, স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করেছেন বলিউড অভিনেত্রী শমিতা শেট্টিও। 'ব্ল্যাক উইডো' ওয়েব সিরিজে কাজ করেছেন স্বস্তিকা আর শিল্পা শেট্টির বোন শমিতা। স্বস্তিকার ছবিতে সমিতা মন্তব্য করেছেন,'হটি'। স্বস্তিকার অনুগামীরা ও এই ভাবনার জন্য তাকে প্রশংসা করেছেন।
আরও পড়ুন:শ্রীলেখা দিল বিয়ের প্রস্তাব! কাকে?

Post a Comment

নবীনতর পূর্বতন